আগামী মার্চে গ্যাসের দাম বৃদ্ধির জন্য গণশুনানি করতে চায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২১ মার্চ শুরু হয়ে টানা ৪ দিন গণশুনানি চলবে বলে জানা গেছে। কমিশন শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে।  

দেশের ছয়টি বিতরণ কোম্পানি গ্যাসের দাম বৃদ্ধির জন্য কমিশনে প্রস্তাব জমা দিয়েছে। একই সঙ্গে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএলের সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবও জমা দিয়েছে। 

জানা যায়, গত মাসেই বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিইআরসি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। এতে রান্নার জন্য দুই চুলার সংযোগে ৯৭৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ১০০ টাকা আর এক চুলায় ৯২৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এর বাইরে শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভ গ্যাসের দামও বৃদ্ধির প্রস্তাব ছিল বিতরণ কোম্পানিগুলোর। 

বিতরণ কোম্পানিগুলো বলছে, এলএনজি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় গ্যাসে ভর্তুকি বেড়ে গেছে। এই চাপ সামলাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এনএফ