চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ ঘটনা ঘটে। 

ঢাকা পোস্টকে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিমের ভাই করিম বিয়ে করেছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মামুনের ভাগ্নিকে। এই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এছাড়া সম্প্রতি একটি আইডি থেকে নিহতের ভাই করিমের খালু শ্বশুর আলী আক্কাসকে মাদক কারবারি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় করিমকে সন্দেহ করেন মামুন। পরে আজ সকালে করিমের বাড়িতে গিয়ে মুহাম্মদ মামুন ও আলী আক্কাসসহ কয়েকজন মিলে হামলা করেন। এতে জসিম নিহত ও তার অপর দুই ভাই আহত হন। 

কেএম/আইএসএইচ