ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঢাকা পোস্ট দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই পথ চলা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি।’

বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, যার নেপথ্যে কাজ করছেন তারই সুযোগ্য পুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।’

তিনি বলেন, ‘এখন সবার হাতেই স্মার্টফোন। তাই অগণিত পাঠক বাটন চাপলেই সারা দুনিয়ার খবর মুহূর্তেই জানতে পারেন। দেশে অনলাইন গণমাধ্যমই হবে আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি।’

গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে গণমাধ্যম একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে ঢাকা পোস্ট বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারে।’

ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বিশেষ অবদান রাখবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন সালমান এফ রহমান। অনলাইন গণমাধ্যমটি পেশাদারিত্ব বজায় রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে প্রত্যয়ী ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি ঢাকা পোস্টের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

এমএইচএস