খালের পাড়ে হবে ওয়াকওয়ে, থাকবে সবুজ গাছ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের প্রবাহ ঠিক করার সঙ্গে খালের পাড়ে ওয়াকওয়ে ও গাছ রোপণ করে সবুজ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় গাবতলী রিটেনশন পন্ড সীমানা নির্ধারণ এবং পিলার নির্মাণ প্রকল্পর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
দখলদারদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, জনগণের খাল, জনগণের সম্পত্তি যারা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন স্বেচ্ছায় খালের জায়গা ছেড়ে দিয়ে চলে যান। তা নাহলে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। খালের জায়গা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো জনগণের জায়গা, জনগণকে ফিরিয়ে দিন।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকাবাসীর জলাবদ্ধতা নিরসন করতে হলে খালের প্রবাহ ঠিক করতে হবে। তাই সীমানা নির্ধারণের পরপরই এর ভেতরে থাকা স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। খালের প্রবাহ ফিরিয়ে আনতে কাজ হচ্ছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ঢাকা শহরের সকল খালের সীমানা নির্ধারণ করা হবে। কিছুদিন আগে রামচন্দ্রপুর খাল, রামচন্দ্রপুর পার্ক যেখানে স্বপ্ন ছিল তা এখন দৃশ্যমান কাজ চলছে, সবার সহায়তায় কিছুদিনের মধ্যেই এটা বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
ডিএনসিসি মেয়র বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সঙ্গে খালের সীমানা নির্ধারণের মতো একটি কঠিন কাজ সম্পন্ন করতে যাচ্ছে, এই কাজটি সম্পন্ন হওয়ার পরে সীমানা অনুযায়ী খালের প্রবাহ ঠিক করা হবে।
এ সময় তিনি জনসাধারণকে এ কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে মেয়র বলেন, কোনো কাজই টেকসই হবে না যদি সাধারণ মানুষ এগিয়ে না আসে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে নিয়ে একটি সীমানা পিলার নির্মাণ সামগ্রী দিয়ে ভরাট করে কাজের উদ্বোধন করেন।
এএসএস/এসকেডি