ফুটওভার ব্রিজ নির্মাণসহ ১০ দফা দাবিতে ইসিবি চত্বরে মানববন্ধন

রাজধানী ঢাকার ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনি স্থাপনসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইসিবি চত্বর এলাকায় সড়কের নিরাপত্তা-ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

বাকি ৮ দাবি হল—বাস স্টপেজ নিশ্চিত করা, সড়কে ৪টি স্পিড ব্রেকার স্থাপন, জেব্রা ক্রসিংগুলো সাদৃশ্য, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নিশ্চিত, ময়লা আবর্জনার ভাগাড় স্থায়ীভাবে অপসারণ, গাড়ির পার্কিং ব্যবস্থা নিশ্চিত, পাবলিক টয়লেট স্থাপন করা এবং সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন অনুযায়ী চালক-যাত্রীসহ যেকোনো আইন লঙ্ঘনকারীর দ্রুত ও যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার উদ্যোক্তা রোমেল কায়েস, ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ, মেহেদী হাসান জনি এবং সমাজসেবক সোহেল রানা খান। কর্মসূচিতে ইসিবি চত্বরসহ আশপাশের কয়েক এলাকার বাসিন্দা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সড়ক নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ইসিবি চত্বর-সংলগ্ন সড়কে কয়েক বছরে শতাধিক মানুষ আহত-নিহত হয়েছেন।

মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেন এলাকার তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক রোমেল কায়েস। উদ্যোগ গ্রহণ কমিটির নেতৃত্ব দেন হাসনাইন সৌরভ, সাইফুল ইসলাম লিমন, মাহবুব মুন্না, মহিউদ্দিন আল মুহিত, সৈয়দ জয়, জয়নাল আবেদীন ও আহতামিন নাসিম।

উল্লেখ্য, ঢাকা বিমানবন্দর, সেনানিবাস, মিরপুর ডিওএইচএস এলাকাসহ গুলশান, বনানী ও বৃহত্তর মিরপুর এলাকায় প্রবেশ ও প্রস্থানের জন্য প্রধান সড়ক এই ইসিবি চত্বর। এখানে ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনী, বাস স্টপেজ স্থাপন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন যাত্রীরা।

এমএসআর