এসআই নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ফলে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। এতে ১৪৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ৩টি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষার ৩৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, পাশের শতকরা হার ২৩.৬০। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞাপন
এআর/আইএসএইচ