আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের টেঁটাযুদ্ধে আহত ১০
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এতে উভয়পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারুক, রমজান বেপারীসহ উভয় পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। টেঁটাবিদ্ধ আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞাপন
মীর বংশের রুকুল মীর বলেন, গত নির্বাচনে বেপারী বংশের আনোয়ার হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই বেপারীরা বিভিন্নভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে। আজ আমাদের ৪ জনকে টেঁটাবিদ্ধ করেছে।
এ অভিযোগ অস্বীকার করে বেপারী বংশের আনিছ বেপারী বলেন, আজ সন্ধ্যায় রুকুল মীর নিজ নেতৃত্ব দিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। বর্তমানে আমাদের ৪ থেকে ৫ জন টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
বিজ্ঞাপন
লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলনে, দুই বংশের বিরোধ অনেক পুরনো এর পূর্বেও আমি তাদের বিরোধের সমাধানের চেষ্টা করেছি। আজ দুই পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধ হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব.ম শামীম/আইএসএইচ