রাজধানীর ভাষানটেকের রজনীগন্ধা মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণের বিক্রয়লব্ধ টাকা ও ইমিটিশন গহনা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তবে তার নাম পরিচয় প্রাথমিকভাবে ডিবি জানায়নি।

রোববার (২০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর ভাষানটেক থানাধীন রজনীগন্ধা মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণের বিক্রয়লব্ধ টাকা ও ইমিটিশন গহনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা আসামিও গ্রেপ্তার রয়েছে।

এ বিষয়ে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার আজ (রোববার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানানো হয়েছে।


এমএসি/এনএফ