শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল শাহবাগে

চার দাবিতে শাহবাগ অবরোধ করা পলিটেকনিক শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভ মিছিল থেকে ৫ জন শিক্ষার্থীকে আটকও করা হয়েছে।

আজ (রোববার) বেলা ১১টা থেকে দাবি আদায়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। এতে টানা দুই ঘণ্টা শাহবাগ মোড় ঘিরে যান চলাচল বন্ধ ছিল।   

পরে ওই শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ বলে, এরা মূলত কোনো শিক্ষার্থী নয়, যারা প্রকৃত শিক্ষার্থী তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। যারা সাধারণ শিক্ষার্থী তাদের সাথে এদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং নেই। এখন যারা রাস্তা অবরোধ করছে তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে।

শাহবাগ অবরোধ করা পলিটেকনিক শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা এবং জনস্বার্থ রক্ষার্থে পুলিশ তাদের ধাওয়া দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫-৭ জনকে আটক করেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শিক্ষার্থীরা প্রথমে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং তারপর ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘হই হই রই রই, শিক্ষামন্ত্রী গেল কই’, ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’ এসব স্লোগান দেন। 

বেলা ১১টা থেকে দাবি আদায়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থী

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

এনএফ