বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেছেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিডিইউ উপাচার্য বলেন, মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গেছেন। তিনি বাংলা ভাষা ও বাংলাভাষীদের দাবির কথা বলে গেছেন। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচলন হয়েছে। এখন আমাদের দায়িত্ব, জাতির পিতার ভাষা আন্দোলনের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলা ভাষায় সব কার্যক্রম সম্পন্ন করা এবং সব মাতৃভাষাকে সম্মান করা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

আলোচনা সভায় অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, অর্থনীতির বিভিন্ন শাখায় যদি সাফল্য অর্জন করতে হয় এবং টিকে থাকতে হয়, তবে একটি জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। মাতৃভাষায় জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা অবশ্যই আমাদের মাতৃভাষায় দিতে হবে।

এএজে/এমএইচএস