ড. মঞ্জুর আহমেদ চৌধুরী / ফাইল ছবি

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি ড. মঞ্জুর আহমেদ চৌধুরী।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ এর ধারা ৫ (২) এবং একই আইনের ধারা ৫ (৩) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এসএইচআর/এমএআর/