রাজধানীর পল্লবী থানার বাংলা স্কুলের পাশে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামরান (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় জাহিদ হোসেন ও কামরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

আহত কামরান ঢাকা পোস্টকে জানান, আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ৮-১০ জন ছুরি-চাপাতি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও জাহিদ গুরুতর আহত হই। পরে আমাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জাহিদ মারা যায়। জাহিদের সঙ্গে হামলাকারীদের পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে।

জসিম, দামরু, মিঠু ও রাজাসহ কয়েকজন হামলা চালায় বলে জানান কামরান। তিনি বলেন, তারা আমার পিঠে ও গলায় ছুরিকাঘাত করেছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত কামরানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আহাদ আলী ঢাকা পোস্টকে জানান, আমরা সিনিয়র স্যাররা সহ ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা বন্ধু-বান্ধব এবং সবাই একই বয়সের। তবে তাদের পূর্ব শত্রুতা ছিল কি না সে বিষয়ে এখনও জানতে পারিনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এসএএ/এসএসএইচ