ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ডি-৮ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে ডি-৮ এর সেক্রেটারি জেনারেল ইসিয়াকা আব্দুল কাদির ইমাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে ডি-এইটের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদির ইমাম সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি করোনা পরিস্থিতির মধ্যেও গত বছরে বাংলাদেশ সফলভাবে ডি-এইট সামিট আয়োজন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।
ডি-৮ এর সেক্রেটারি জেনারেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে ডি-৮ ইয়ুথ ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আব্দুল কাদির ইমামকে বাংলাদেশ সফরে আসায় ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছে। দেশের এক-তৃতীয়াংশই যুবশক্তি। যাদেরকে দক্ষ জনশক্তি রূপান্তরের লক্ষ্যে সরকার সময়পোযোগী বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে।
বাংলাদেশ অত্যন্ত সফলভাবে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদযাপন করেছে বলে সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। এসময়ে ডি-এইট ভুক্ত যুব সম্প্রদায়ের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ডি-এইটের ২৫ বছরের পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এ বছর বাংলাদেশে ডি-৮ ভুক্ত দেশসমূহের যুব মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এজেড/আইএসএইচ