বাম জোটের ডাকা ২৮ মার্চের হরতাল সফল করার আহ্বান
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও কতৃত্ববাদী সরকারের উচ্ছেদ, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ মার্চ (সোমবার) বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রোববার (১৩ মার্চ) রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, সরকারের দুর্নীতি-দুঃশাসনে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দেশে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। জনগণের গণঅভ্যুত্থানে গণবিরোধী সরকারের বিদায়ের অপেক্ষায় আছে। গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
তারা আরও বলেন, ইতিমধ্যে বাস ভাড়া ২৭ শতাংশ, লঞ্চ ভাড়া ৩৫-৪৬ শতাংশ, পানির দাম ৩১ শতাংশ এবং শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পানির দামও গত ১০ বছরে সর্বোচ্চ ৯০ শতাংশ, ১৪৪ শতাংশ, ৮২ শতাংশ ও ২৬৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে চাল, ডাল, তেল, পিঁয়াজের স্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ টিসিবির সামনে হুমড়ি খেয়ে পড়ছে।
বিজ্ঞাপন
তারা আহ্বান জানিয়ে বলেন, নিত্যপণ্যের মূল্য কমাতে বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর মজুতদার সিন্ডিকেট ভাঙা ও গ্রেপ্তার; সারাদেশে সর্বজনীন পূর্ণ রেশনিং চালু, টিসিবির ট্রাক সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি ও ওএমএস চালু করার দাবিতে সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ বিক্ষোভ অব্যাহত রাখাতে হবে। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও কতৃত্ববাদী সরকারের উচ্ছেদ, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল সফল করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সদস্য জুলফিকার আলী, বাসদ নগর কমিটির সদস্য আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন প্রমুখ।
এমএইচএন/জেডএস