গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নামের একটি সংগঠন। তারা বলছে, করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে সরকার আবারও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে।

শুক্রবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে আমজনতার রুটি-রুজি-জীবন-জীবিকার কথা ভেবে ব্যয়ভার কমিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে, বেকারত্ব ঘোচানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন ইস্যু বাস্তবায়নের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। স্বাধীনতার মাসে পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থামাতে রাষ্ট্রকে কার্যকর পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ক্রয় ক্ষমতা বেড়েছে বলে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রময় মিথ্যা কথা থামাতে হবে।

তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই দ্রব্যমূল্য কমানোর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং বৃদ্ধির পর সেই বৃদ্ধি হওয়া মূল্য থেকে কমানোর নাটক করেছে। এমনকি গ্যাস-বিদ্যুৎ-তেল পানিসহ সব প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াতে তাদের ইন্ধন ছিল। ৫০ বছরে চালের দাম ২০০ বার, তেলের দাম ৫৭ বার, গাড়ি ভাড়া ৫২ বার বৃদ্ধির মতো জঘন্য ঘটনাও ঘটেছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকারের যোগসাজশে এসব হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এমএইচএন/এসএসএইচ