নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখনও আমাদের যথেষ্ট পরিমাণ পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি যদি করতে হয় ১০ টাকার, সরকারের ব্যবসায়ীরা সেটিকে বলে ১৬ টাকা। বাকি ৬ টাকা তারা পাচার করে।’

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘সরকারি ব্যাংক থেকে প্রতিবছর ৭০ হাজার থেকে এক লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। এছাড়া হুন্ডির মাধ্যমে ও বিভিন্ন উপায়ে আরও লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সরকার এসব বিষয়ে কিছুই জানে না।’

তিনি আরও বলেন, ‘সরকারি ও আধা সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করা হয়েছে। কারণ তাদের কাছে বিদেশি ডলার নেই। আপনারা সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করেছেন। কিন্তু মন্ত্রীরা কোনো প্রয়োজন ছাড়া কী পরিমাণ বিদেশ গেছেন, তার হিসেবও করেন। শুধু সরকারি কর্মচারীদের দোষ দিলে লাভ কী হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘করোনার সময় সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। আরও বেশি বেশি টাকা আসছে। যখন বৈদেশিক মুদ্রা কমার কথা তখন আরও বেড়েছে। সরকার মিথ্যা কথা বলেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার জিডিপি-রিজার্ভের কথা বলে আমাদের মিথ্যা তথ্য দেয়। দেশে যে পরিমাণ রিজার্ভ আছে, সরকার তা দিয়ে আর মাত্র ৫ থেকে ৬ মাস বিদেশি ব্যয় মিটাতে পারবে। এরপর আর ব্যয় মিটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসেছে।’

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক যুব ঐক্যের নেতারা।

এমএইচএন/এমএইচএস