চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া উন্নয়নের রোল মডেল। তিনি ক্ষমতায় থাকাকালীন যমুনা সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, মেঘনা ও গোমতী নদীর ওপর সেতু নির্মিত হয়েছিল।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ৭ নম্বর ইউনিট বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, যমুনা সেতু নির্মাণের সময় আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের সময় চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মহিউদ্দিন চৌধুরী বিরোধিতা করেছিলেন। 

তিনি বলেন, এসবের পরও বিএনপি কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করেনি। বিএনপি রাজনৈতিক সহমর্মিতা, সহনশীলতা পরিচয় দেয়। এ কারণে জনগণ বিএনপিকে ভালোবাসে। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি উন্নয়ন করে।

ডা. শাহাদাত বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে জীবন অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে নামলে সরকার বাধা দেয়। এ সরকার জনগণের কণ্ঠরোধ করেছে। গায়েবি মামলা, বিচারবহির্ভূত হত্যা ও আইসিটি আইন হচ্ছে এ সরকারের প্রধান অস্ত্র। 

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কিছু বললেই গায়েবি মামলা হয়। সরকার কালো আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে কণ্ঠরোধ করেছে। তাই আজ সাংবাদিকরা কথা বলতে পারেন না, লিখতে পারেন না আইসিটি অ্যাক্ট মামলার ভয়ে। এ সরকারের দুর্নীতি-দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম.এ আজিজ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, হাজী মোহাম্মদ তৈয়ব প্রমুখ। 

কেএম/আরএইচ