‘পথহারা রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য করে কিছু হবে না’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির চলমান সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পথহারা রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য করে কিছু হবে না।
বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শাজাহান খান বলেন, পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে, আপনারা কেউ পদ্মা সেতুতে উঠেন না। আমি বিএনপি নেতাদের বলব, আপনারা খালেদা জিয়ার এই নির্দেশটা মানেন। আপনারা পদ্মা সেতুতে উঠেন না। আমরা আপনাদের জন্য ঘাটে নৌকা রেখে দেব। ৫৪ সালে মুসলিম লীগকে পরাজিত করতে আমাদের এই নৌকাই ছিল। এই নৌকাই ৭০ সালের নির্বাচনে স্বাধীনতা এনে দিয়েছিল।
বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হারুন সাহেব বললেন, তিনি সব সময় সত্য কথা বলেন। আমি ওনাকে কতগুলো পয়েন্ট দিয়েছিলাম খালেদা জিয়াকে আর বিএনপিকে বলার জন্য। তিনি সেই সত্য কথা বলতে পারেননি।
বিজ্ঞাপন
এইউএ/এসকেডি