বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ৫৫ সদস্যের এই কমিটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেন দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে চেয়ারম্যান এবং দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানকে সদস্যসচিব করে উপ-কমিটি ঘোষণা করা হয়।

উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী, আবুল কালাম আজাদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, মনজুর হোসেন, আদিবা আনজুম মিতা, মো. রাজিব পারভেজ, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, ড. আব্দুর রশিদ সরকার, ড. মোরশেদ হোসেন, মো. এরশাদুল হক এরশাদ, মোস্তাফিজুর রহমান নীলু, মো. আরশাদুল জামাল দিপু, শেখ সেলিম রেজা, ইউসুফ খান, অ্যাডভোকেট নাভানা আক্তার, সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া নাসির, চৌধুরী ইয়ামিন আনাম, মো. ফয়েজ উল্লাহ, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, মো. শফি উদ্দিন, জাফরুল শাহরিয়ার জুয়েল, মো. আব্দুস সালাম খান, ড. শেখ মো. জাহাঙ্গীর আলম বুলবুল, শরীফ জহির, মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, আমিন হেলালী, পূর্বাণী রায়, মো. মিনহাজ উদ্দিন সোহাগ, মো. রাকিবুল হক, এম এ রাজ্জাক খান রাজ, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মো. আকতার হোছাইন মিন্টু, অরিক মোরশেদ, ড. মো. আশিকুর রহমান বিপ্লব, সাবিনা আখতার শিউলি, তানজিলা আক্তার আইরিন।

এদিকে, ক্ষমতাসীন দলটির ৭০ সদস্যের তথ্য ও গবেষণা উপ-কমিটি অনুমোদন পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ড. সাইদুর রহমান খানকে উপ-কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।  

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৩ ফেব্রুয়ারি দলের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেন। দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এইউএ/এফআর