সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী

সরকারি দলের সবাই দেশটাকে ভাগযোগ করে খাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

আমীর খসরু বলেন, দেশে আইনের নামে অপশাসন চালাচ্ছে সরকার। নাগরিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার ক্ষমতায় থাকার জন্য আদালত ও পুলিশকে ব্যবহার করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতির জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। সরকারি দলের সবাই দেশটাকে ভাগযোগ করে খাচ্ছে। দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। আল জাজিরা যে কথাগুলো তুলে ধরেছে, বিএনপি তার উত্তর চাচ্ছে। কিন্তু সরকারের কাছে এর কোনো উত্তর নেই। 

আসলাম চৌধুরীকে সরকার অকারণে কারাগারে বন্দি করে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, আসলাম চৌধুরীকে ২০১৬ সালের মে মাসে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দফায় দফায় রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এছাড়া শতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  এমনকি রাষ্ট্রদ্রোহ মামলাও দেওয়া হয়েছে। মামলায় জামিন নিতে গেলে সরকার সময়ের আবেদন করে। কারণ সরকারের উদ্দেশ্য তাকে জেলে আটকে রাখা। সব মামলায় জামিন হওয়ার পরও ৩ জানুয়ারি সর্বশেষ ৮ বছর আগের শাহবাগ থানার মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তিনি আরও বলেন, জনপ্রিয়তার কারণে আসলাম চৌধুরী সরকারের রোষানলে পড়েছেন। আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার কারণেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসলাম চৌধুরীকে হয়রানি করছে সরকার। এসময় হয়রানি-নির্যাতন বন্ধ করে আসলাম চৌধুরীর মুক্তি দাবি করেন আমীর খসরু। 
 
বিএনপির এ নেতা বলেন, এখন বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়াই কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রের জন্য এসব ভালো খবর না। এসব খবরও বিদেশ থেকে প্রকাশ হবে। এজন্য সংশ্লিষ্টদের জবাব দিতে হবে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদ প্রমুখ। 

আরএইচ