দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষকদের টার্গেট করে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

এ বিষয়ে প্রশাসনের নির্লিপ্ততা, ক্ষেত্রবিশেষে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 

সোমবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির শীর্ষ এ দুই নেতা বলেন, নড়াইলে একজন সংখ্যালঘু অধ্যক্ষকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের উপস্থিতিতে গলায় জুতার মালা পরিয়ে গ্রেপ্তার এবং অপর এক সংখ্যালঘু শিক্ষককে ওই অধ্যক্ষকে রক্ষা করার চেষ্টা করার জন্য মারধরের ঘটনা ঘটেছে।

সারাদেশ জুড়ে সম্প্রদায়িক অপশক্তি যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা তারই অংশ বলে দাবি করেন তারা।

এএইচআর/আরএইচ