জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ইউএনআরসি) জিন লুইসের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল।
আজ (১২ জুলাই) দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার জাতিসংঘের সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির ফরেন উইংয়ের সদস্যরাও বৈঠকে অংশ নেবেন।
বিজ্ঞাপন
দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এএইচআর/এমএইচএস