রাস্তা বন্ধ করে যুবদলের বিক্ষোভ
যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধোনির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
বিজ্ঞাপন
সমাবেশ স্থলে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক রাস্তার মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রহুল কবির রিজভী প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশে আরো উপস্থিত আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, আমিনুল ইসলাম, মামুন হাসান, মোনায়েম মুন্না, ইসহাক সরকার, গোলাম মাওলা শাহিনসহ বিভিন্ন স্তরের নেতারা।
আইবি/জেডএস