নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ।

রোববার (১৭ জুলাই) দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।

জাসদ নেতারা বলেন, কয়েকদিন আগেই নবীজীর সম্পর্কে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগের সূত্র ধরে নড়াইলের মীর্যাপুরে ঘৃণ্য, অবাঞ্ছিত ও অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি ঠান্ডা হওয়ার আগেই নড়াইলের দীঘলিয়ায় জনৈক আকাশ সাহার একাউন্ট থেকে নবীজীর সম্পর্কে পুনরায় কুৎসিত কথা বলা হয়েছে। এর জের ধরে নড়াইলে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের এই রূপ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

নেতারা বলেন, ঘটনা পরম্পরায় মনে হয়, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করে সাম্প্রদায়িক বিভেদ-বিশৃঙ্খলা-হানাহানি সৃষ্টি করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই অপতৎপরতা চালাচ্ছে। সরকার সংখ্যা লঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ক্ষমতাসীন সরকারের নীতিগত দুর্বলতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানান তারা। একইসঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে সদা সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এইউএ/এমএইচএস