দেশের রেলক্রসিংগুলোকে মরণফাঁদ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, সারাবিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ৫০ বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি। রেলপথে এমন মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না।

শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এস রেলক্রসিংয়ে পাহারাদার ও কোনো প্রতিবন্ধক নেই। ১৮ ভাগ রেলক্রসিংয়ে পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, এসব অব্যবস্থাপনার কারণে প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই।

তিনি আরও বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ।

রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

এএইচআর/এমএইচএস