উত্তরা ও চকবাজারের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি
উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ করার সময় ক্রেন দুর্ঘটনায় প্রাইভেটকারের উপর ফ্লাইওভারের গার্ডার পড়ে ৪ জন ও চকবাজারে প্লাস্টিক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
সোমবার (১৫ আগস্ট) দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা নিশ্চিত না করে উন্নয়ন কাজ তথা নির্মাণ কাজ করায় এ ধরনের ঘটনা ঘটছে, ফলে এটা নিছক দুর্ঘটনা না, এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বিজ্ঞাপন
চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের আগুনের ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।
নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালানো ও উন্নয়নের নামে এ ধরনের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বজলুর রশীদ ফিরোজ।
বিজ্ঞাপন
একই সঙ্গে এ ধরনের নির্মাণ উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কারখানা মালিক যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে তার জন্য রাষ্ট্র-প্রশাসন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বাসদ সাধারণ সম্পাদক।
এইউএ/আইএসএইচ