দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের পাশের সড়কে এ বিক্ষোভ করে দলটি।

এসময় দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজ লঞ্চ-বাস ভাড়া বেড়েছে, খাদ্য সামগ্রীসহ সবকিছুর দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ আজ চলতে পারছে না। জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। মানুষ বাঁচানোর আন্দোলনে জনগণ মাঠে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন দেড়শ আসনে ইভিএমে ভোট নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান সরকারের দুরভিসন্ধি বাস্তবায়নের হীন উদ্দেশে এ সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না।

এএইচআর/এসএসএইচ