শতাধিক নেতাকর্মী নিয়ে সিএমএম কোর্টের সামনে নুরের অবস্থান
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার সঙ্গে রয়েছে দলের শতাধিক নেতাকর্মী।
শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা।
বিজ্ঞাপন
অবস্থান নিয়ে নুরুল হক নুর বলেন, আমার ভাইদের মুক্তি দেন, না হলে আমরাও স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছি। আমাদেরও নিয়ে যান।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ
বিজ্ঞাপন
এএইচআর/এসএসএইচ