হামলা করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী
নেতা-কর্মীদের ওপর হামলা করে বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি হামলার জবাব জনগণ দেবে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সংক্ষিপ্ত তাৎক্ষণিক বিক্ষোভে এসব কথা বলেন তিনি ।
বিজ্ঞাপন
সরকারের পায়ের তলায় মাটি নেই বলে দাবি করে রিজভী বলেন, সরকারের ভিত অনেক দুর্বল, তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে।
রিজভী আরও বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বিএনপির সমাবেশ মহাসমাবেশে পরিণত হতে দেখে হাছান মাহমুদ সাহেবরা উল্টাপাল্টা বকছেন।
বিজ্ঞাপন
তিনি অবিলম্বে তুলে নেওয়া ছাত্রদল নেতাদের সন্ধান ও মুক্তি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো. জিন্নাহ প্রমুখ।
এএইচআর/এমএ