বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের অমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী জানান, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান। এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

এ সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে ছিলেন পলিটিকাল কাউন্সিলর টম বার্গী ও হাইকমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাইকমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।  

এএইচআর/এসকেডি