লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরকে রাষ্ট্রীয় মদতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। 

এসময় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং দায়িত্ব পালনকালে গুলিতে সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এদিকে যুবদলের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। যুবদলের কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল ছাত্রদল।

এসএসএইচ