ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে লেখক মুশতাকের মৃত্যু এবং কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশ শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে ডিবি পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার সময় মৎস্যভবন এলাকা থেকে ডিবি পুলিশ মজনুকে আটক করে। তবে তার আটকের বিষয় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপি সূত্র জানায়, দুপুরে পৌনে ১২টার দিকে মৎস্য ভবন এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে কোথায় নিয়ে গেছে তা জানা যায়নি। গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার কোনো একটিতে হয়ত পুলিশ তাকে গ্রেফতার দেখাবে।

এদিকে যুবদলের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, অন্যদিনের কর্মসূচির তুলনায় অনেকটা নমনীয় অবস্থানে দেখা গেছে পুলিশকে।

এএইচআর/এমএইচএস