শতাধিক নেতাকর্মী নিয়ে রিজভীর ঝটিকা মিছিল
রাজধানীতে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পূর্ব ঘোষিত কর্মসূচি না হওয়ায় রিজভীর ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন না কোনো গণমাধ্যম কর্মী।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে নয়াপল্টন এলাকার ভিআইপি রোড়ে ১০ মিনিটের মতো মিছিলটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময়ে গুলশান বিএনপির চেয়ারপারসেনর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
ঝটিকা মিছিল শেষে নয়াপল্টন ভিআইপি রোড়ে আনন্দ কমিউনিটি স্টোরের সামনে দাঁড়িয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির আন্দোলন দেখে সরকার ভীত হয়ে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। আইন-আদালতকে ব্যবহার করছে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে।’
আরও পড়ুন : দুর্ভিক্ষ আসার আগেই জনগণ এই সরকারের পতন ঘটাবে : মির্জা আব্বাস
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘যতই নির্যাতন করুন না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।’
মিছিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
এএইচআর/কেএ