মানুষের কল্যাণে যা যা করা দরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা হবে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আমরা তিনটি সমস্যা (গ্যাস, খাদ্য ও তেল) চিহ্নিত করেছি। এর মধ্যে প্রধানমন্ত্রী খাদ্যের সমস্যা সমাধান করে ফেলেছেন। গ্যাস নিয়েও আমাদের শিল্পপতি, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা মতামত দিয়েছেন, কীভাবে কম মূল্যে গ্যাস কেনা যায়। মানুষের কল্যাণের জন্য যা যা করার দরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা হবে। এদেশের একটি মানুষও যেন দুর্ভোগে না পড়ে তেমন একটি সুন্দর ঘোষণাপত্র দেওয়া হবে।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সেলের কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র উপকমিটির প্রথম বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিশ্ব অর্থনীতির বিরূপ প্রভাব থেকে কীভাবে উতরানো যায় তার সমাধানের বিষয়গুলো তুলে ধরা হবে আওয়ামী লীগের ঘোষণাপত্রে। খাদ্য, গ্যাস ও জ্বালানি এই তিন সমস্যাকে প্রাধান্য দিয়ে সমাধানের বিষয়গুলো ঘোষণাপত্রের মাধ্যমে আগামী কাউন্সিলে তুলে ধরা হবে। যার প্রতিফলন নির্বাচনী ইশতেহারে থাকবে ও পরে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এলে সেগুলো সমাধানে কাজ করা হবে।
শেখ সেলিম বলেন, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাধান করতে পারব। প্রধানমন্ত্রী ও তার টিম যেভাবে একে একে সমস্যার সমাধান করেছে, সেগুলো বিরোধী দল প্রশংসা করে না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এটা করবে।
বিজ্ঞাপন
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসআই/জেডএস