রাজধানীর গোলাপবাগে চলছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এতে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের পাশাপাশি অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী। গোলাপবাগে সমাবেশে গণজোয়ার উঠলেও থমথমে অবস্থা বিরাজ করছে নয়াপল্টনের ভিআইপি রোডে। এ রাস্তার চারপাশে অবলম্বন করা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিন পর্যবেক্ষণ করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে এমন চিত্র দেখা গেছে। 

শনিবার (১০ ডিসেম্বর) ভিআইপি রোডের ফকিরাপুল থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত রাস্তায় বারবার আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে পুলিশের মহড়া দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকা বিগত দিনের চেয়ে অধিক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। 

এছাড়া পুলিশ হাসপাতাল জামে মসজিদের পাশেই সাজিয়ে রাখা হয়েছে প্রিজন ভ্যান, এপিসি ও জল কামান। নাইটিংগেল মোড়েও একই অবস্থা দেখা গেছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল জামে মসজিদে নামাজ পড়তে আসা আকবর আলী ঢাকা পোস্টকে বলেন, আমরা আতঙ্কে আছি। কখন কি হয়ে যায় কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন ধরেই এ অবস্থা চলতে থাকায় এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। চারপাশে পুলিশ ছাড়া কোথাও সাধারণ মানুষ বা অন্য কিছুই নেই। 

একই মসজিদে নামাজ পড়তে আসা শফিকুল ইসলাম বলেন, পাশেই  আমার বাসা। জানি না কখন কি হবে। ছেলে-মেয়েসহ পরিবারের সবাই খুব ভয়ে আছি। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বাসা ছেড়ে তো যাবার উপায় নেই। 

পুলিশ সূত্রে জানা গেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা নেবে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এর আগে ১০ ডিসেম্বর সমাবেশ করার জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে রাস্তা আটকিয়ে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে হবে। তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে সায় দেয়নি। পরে দফায় দফায় আলোচনা শেষে সবশেষে রাজধানীর গোলাপবাগে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি।

এমএম/কেএ