ফখরুল ও মিনুর কুশপুত্তলিকা পুড়িয়ে তাদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিজানুর রহমান মিনুর দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকাদাহ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফখরুল ও মিনুর কুশপুত্তলিকা পোড়ানো হয়।  এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মিজানুর রহমান মিনু ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সবসময় আপসহীন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু কর্তৃক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ এবং আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে মিজানুর রহমান মিনুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়াও সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গংরা ঐতিহাসিক ৭ মার্চের স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃতি করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে অবৈধ সামরিক শাসক খুনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানোর খেলায় মেতে উঠেছে বিএনপি। দেশের মানুষ অতীতেও বিএনপির এহেন ষড়যন্ত্র রুখে দিয়েছে, ভবিষ্যতেও দেবে ইনশাআল্লাহ।

ফখরুল ও মিনুকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আল মামুন বলেন, বিএনপিকে বাংলাদেশে রাজনীতি করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মেনে নিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে হবে। অন্যথায় স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সমগ্র দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।  

এনএফ