‘ইসির বিরুদ্ধে অভিযোগ জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক’
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের করা অভিযোগে সমর্থন জানিয়েছে গণফোরাম। দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, এ অভিযোগ জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন গণফোরাম নেতারা।
বিজ্ঞাপন
গুরুতর অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ এনে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।
গণফোরাম নেতারা বলেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগ কারও কাম্য ছিল না। এতে করে ইসির প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।
এএইচআর/এসআরএস