মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীনা পণ্য বয়কটের আহ্বান
চীনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীনা পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম। তিনি বলেন, উইঘুরে মুসলিমদের ওপর নির্যাতন চীনকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্নবিদ্ধ করেছে চীনের আদর্শকে।
শুক্রবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। চীনের উইঘুরে মুসলিম নির্যাতন বন্ধ করার দাবিতে বাংলাদেশ জনসেবা আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
বিজ্ঞাপন
কূটনৈতিকভাবে চীনকে বয়কট করতে সরকারের প্রতি আহ্বান জানান মুফতি ফখরুল ইসলাম। তিনি বলেন, চীন মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। চীনের এই নির্যাতন কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
রাষ্ট্র যতক্ষণ ইসলামের পথ অনুসরণ করবে না, ততক্ষণ কোনো আদর্শই মানবতা শিক্ষা দিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, চীনের হয়ত অর্থনৈতিক উন্নতি হয়েছে। তবে সমাজতন্ত্র বা পুঁজিবাদ কখনও মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দিতে পারে না। চীনের অর্থনৈতিক উন্নতি আজ তাই প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রের বা সমাজের সার্বিক উন্নয়নের জন্য সর্বপ্রথমে মানবিক উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন মুফতি ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে মুফতি জাকির হুসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি ইয়ামিন হুসাইন আজমী, মুফতি আব্দুল্লাহ, মুফতি আব্দুল আলিম, মুফতি আবু দারদা, মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।
এইচকে