জনগণের জান-মালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়ায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১০ দফা দাবি আদায়ের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ১০ দফা দাবি আদায়ের নামে আবারও অগ্নি সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করতে মাঠে নেমেছে। তারা দাবি আদায়ের নামে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চায়। তাই দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের সব ধরনের সন্ত্রাস-নৈরাজ্য শক্তহাতে প্রতিহত করবে।

লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আবছার উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। 

এমআর/এসএম