দ্রব্যমূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের সব নিয়ন্ত্রণ বিরোধী দলের ওপর- এমন মন্তব্য করেছে এবি পার্টি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানজটের যন্ত্রণা থেকে জনগণকে রেহাই না দিলে সরকারের বিরুদ্ধে রমজানে ‘গণ-অভিশাপ কর্মসূচি’র ডাক দেওয়া হবে বলে জানায় সংগঠনটি।

শুক্রবার (৩ মার্চ) বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সভায় নেতৃবৃন্দরা এ কথা বলেন।

পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসলে দুটি জিনিস উপহার দেয়। একটি হলো একদলীয় শাসন আর দ্বিতীয়টি হলো দুর্ভিক্ষ। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বাড়ানোর ব্যপারে সরকারের কোনো দ্বিধা-সংকোচ নেই। যখন যা খুশি তারা তাই করে যাচ্ছে। অল্প কয়েক দিনের মধ্যে তারা তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, পবিত্র রমজান আসার আগেই চিনি ও তেলসহ সব ধরনের খাদ্যদ্রব্যের দাম পাল্লা দিয়ে বাড়ছে। দ্রব্যমূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের সব নিয়ন্ত্রণ বিরোধী দলের ওপর। দ্রব্যমূল্যের খড়গ ও যানজটের যন্ত্রণা থেকে জনগণকে রেহাই না দিলে সরকারের বিরুদ্ধে পবিত্র রমজানে গণ-অভিশাপ কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে এবি পার্টি।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কচি, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। 

ওএফএ/কেএ