বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলছেন, জাতির পিতা স্বজনপ্রীতি, দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে যেতে বলেছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার দৃপ্তকণ্ঠে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে হবে। 

দুর্নীতির বিরুদ্ধে, স্বজনপ্রীতির বিরুদ্ধে, এমনকি লুটেরাদের বিরুদ্ধে, ব্যাংকখেলাপীদের বিরুদ্ধে, ব্যাংকলুটেরাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরা হলো দেশের শত্রু, শেখ হাসিনার উন্নয়ন-সমৃদ্ধির সবচেয়ে বড় বাধা।

সোমবার (৭ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিউট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

নাছিম বলেন, আসুন সবাই মিলে শপথ করি, অর্থপাচারকারী, ঋণখেলাপী, ব্যাংকলুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমন সরকার নির্বাচন করব, যেখানে দুর্নীতিবাজদের কোনো জায়গা থাকবে না। দুর্নীতির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ পরিণত করব। 

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি তবে মুক্তি এখনও হয়নি। মুক্তির সংগ্রাম চলছে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলবে। 

এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির পিতা শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বলেছিলেন, আমাদের সাড়ে সাত কোটি মানুষের শত্রু হলো দুর্নীতি। এ দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালাতে হবে। এ সংগ্রাম নিরন্তর, এ সংগ্রাম চলবে।

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে আওয়ামী লীগের নেতা নাছিম বলেন, বঙ্গবন্ধু যুক্তফন্ট্রের মন্ত্রী হয়ে সেদিন বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। সরকারের ভিতরে, প্রশাসনিক, যেখানেই দুর্নীতি হোক।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। 

এমএসআই/এফকে