আগামী শনিবার (১১ মার্চ) সকালে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

এমএসআই/এমএ