হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ৫ নেতা
করোনাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যসহ ৫ নেতা।
বুধবার (১৭ মার্চ) দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কোভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারও শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জি নাইন সদস্য খন্দকার আহাদ আহমেদ ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এএইচআর/আরএইচ