বিএনপি নেতা মওদুদ আহমদের মরদেহ আজ বিকেলে দেশে পৌঁছাবে। বিকেল পৌনে ৬টায় তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মওদুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

টিপু জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে মওদুদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা। এরপর লাশ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমাগারে।

তিনি আরও বলেন, ১৯ মার্চ মরহুমের মরদেহ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সকাল ১০টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২টা ৩০ মিনিটে নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বসুরহাট কোম্পানিগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা এবং ৫টা ৩০ মিনিটে মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর কোম্পানিগঞ্জ) সামনে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে, বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এএইচআর/এনএফ/এমএমজে