আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে অনেক গোপন কারাগার পরিচালনা করছে বলে দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের এক নম্বর সদস্য ইশরাক হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্য ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

গুমের শিকার হওয়া নেতাকর্মীর পরিবারের উদ্দেশে ইশরাক বলেন, আজ যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে, তাতে দিন আর বেশি দিন নেই, অচিরেই আমরা খুনিদের বিচার করব। এসব গুমের সঙ্গে জড়িতদের সবাইকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব।

প্রধানমন্ত্রীরে উদ্দেশে তিনি বলেন, স্বজন হারানোর ব্যথা কি জিনিস, সেটা আপনাকে শেখানোর কিছু নেই। তারপরও কেন এখনও এইসব ঘটনাগুলোর সুষ্ঠু পদক্ষেপ নেননি, সেটাই এখন সন্দেহের বিষয়।

এ সময় গুমের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা মায়ের ডাকে’র প্রতিষ্ঠাতা সাঞ্জিদা ইসলাম তুলি, মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন বক্তব্য রাখেন।

এএইচআর/এসকেডি