আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে জাতীয় শ্রমিক লীগ। ওইদিন বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু ঢাকা পোস্টকে তা নিশ্চিত করেছে।

তিনি বলেন, আগামী ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বড় ধরনের সমাবেশ আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান সমাবেশের সভাপতিত্ব করবেন বলেও জানা গেছে।

এমএআই/এসএম