ফাইল ছবি

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। শনিবার (৬ মে) সন্ধ্যায় জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দেন নুর। কিন্তু তার একদিন পর রোববার (৭ মে) গণতন্ত্র মঞ্চের বৈঠক যোগ দিয়েছেন তিনি।

রোববার (৭ মে) বিকেল সাড়ে ৪টায় সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের বৈঠক শুরু হয়। বৈঠকের মাঝপথে যোগ দেন নুর।

আরও পড়ুন>> গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা নুরের

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, গণতন্ত্র মঞ্চের বৈঠকের মাঝপথে যোগ দিয়েছেন নুরুল হক নুর। তবে কী জন্য তিনি বৈঠকে যোগ দিয়েছেন তা এখনও বলতে পারছি না। বৈঠক শেষে বলা যাবে।

এর আগে শনিবার গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ঢাকা পোস্টকে বলেন, আজ আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকব না। তবে, চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব।

এএসইচআর/জেডএস