সরকারের বিরুদ্ধে বিএনপির সমালোচনাকে ভোঁতা অস্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের সমালোচনার কৌশলই এখন তাদের ভোঁতা অস্ত্র।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকার পাতাল রেল (সাবওয়ে) নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। বিএনপি নেতারা জনগণের এই সম্পৃক্ততা দেখতে পায় না।

তিনি বলেন, তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন বলেই জনসম্পৃক্ততা দেখতে পায় না। সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রমেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় উঠে এসেছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের উন্নয়ন-অর্জন বিএনপি দেখতে পায় না। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।‌ সাম্প্রতিক পৌরসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনে তা প্রমাণ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপি সহ্য করতে পারে না। শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন যাত্রা এখন বিএনপির গাত্রদাহ। বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের দর্শনে বিশ্বাসী।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করেছে শেখ হাসিনা সরকার। অপরদিকে বিএনপি তৈরি করেছিল অবিশ্বাসের কৃত্রিম দেয়াল। যারা গঙ্গার পানি বণ্টনের বিষয়টি ভারত সফরকালে বেমালুম ভুলে যায়, তারা আজ তিস্তার পানি বণ্টনের কথা স্মরণ করিয়ে দেয়।

এইউএ/এমএইচএস/এমএমজে