ভালো আছেন খালেদা জিয়া
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আসার পর দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তিনি ভালো আছেন। যে সমস্যাগুলো নিয়ে গিয়েছিলেন, সেসবের সমাধান হয়েছে।
সোমবার (২৬ জনু) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রোববার (২৫ জুন) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু ওনার মূল সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা তো নেই। তার আর্থাইটিস ও হার্টের সমস্যা আছে। চিকিৎসকরা বারবার বলছেন বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। এই কারণে ঝুঁকি থেকেই যাচ্ছে।
এএইচআর/জেডএস
বিজ্ঞাপন