গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু তার শাসনামলে বাকশাল প্রতিষ্ঠা করে যে সর্বনাশ করেছিলেন, শেখ হাসিনা তার চাইতে ১০ গুণ বেশি সর্বনাশ করছেন। আওয়ামী লীগ নেতাদের বলতে চাই, আপনাদের নেত্রীকে বোঝান যেন এবারের নির্বাচনে রাত আর দিনের ভেদাভেদ না করেন।

বুধবার (১২ জুলাই) প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মশিউজ্জামান বলেন, গত ১০ বছরে যত যুবক ভোটাধিকার অর্জন করেছেন, শেখ হাসিনা তার অন্ধ ক্ষমতার লোভে তাদের সে ভোটাধিকার ছিনিয়ে নিয়েছেন। আমরা যারা আগে দুই একবার ভোট দিয়েছি তারা না হয় নিজেদের সান্ত্বনা দিতে পারি। কিন্তু এই যুবকদের কী দিয়ে সান্ত্বনা দেওয়া হবে?

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মতো সুন্দর নির্বাচন বিশ্বের আর কোথাও হয় না। আমিও বলতে চাই, রাতের ভোটের মতো সুন্দর ভোট আসলেই বিশ্বের কোথাও হয় না। আমাদের নেতৃত্বে লাখ লাখ যুবক শেখ হাসিনার সামনে গিয়ে তাদের মিসিং ভোটগুলো গুনে গুনে নেবে। যেসব মানুষগুলো হারিয়ে গেছে, যাদের গুম করা হয়েছে, তাদের কঙ্কাল গুনে নেওয়া হবে।

তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, জনগণের শক্তি অপরাজেয়। স্বৈরাচারের মাধ্যমে দেশের যত টাকা লুট হয়েছে, জনগণের মাধ্যমে সেটা আমরা গুনে নেব। পালানোর কোনো রাস্তা নেই। আইন অনুযায়ী আমরা সবার বিচার করব।কিন্তু সে বিচার হবে মানবিক বিচার। তাতে কাউকে গুম করা হবে না, বিনা বিচারে হত্যা করা হবে না। কিন্তু প্রত্যেক অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে।

ওএফএ/এসকেডি